দ্বন্দ্ব
দ্বন্দ্ব


গলা ঠেলে উঠল মাইক,
একঠেঙে বক;
চোঙা হাতে বেরোলো
একদল জোকার।
বিনাটিকিটের সার্কাস…
আসুন, দেখুন, যোগ দিন!
উদাত্ত জনগণ
একে একে উজানে গা ভাসালো।
স্টেজে উঠলেন সভাপতি
চললো চাবুক,
বশে এলো বাঘ, সিংহরা!
ট্রাপিজের ব্যালেন্স দেখে
উদ্বেল হলো দর্শক;
পড়লো অর্থ উঠলো ধর্ম…
শূন্যে সমাজ খেলো টাল
সংস্কার দিল ডিগবাজি!
ভয় হল বাচ্চাদের, অহেতুক;
সীমাহীন সমাবেশের বুকে
একই বক্তব্যের ঘুরপাক।
বাজলো রক মিউজিক
কানফাটা করতালি!
শো খতম,
দর্শকরা চাতকের মতন
অতৃপ্ত অথচ শান্ত!
আয়োজকরা বিদায় নিলো,
তাঁবু পড়লো আবার;
দখল নিলো এবার
অন্য সার্কাস পার্টি।
প্রসঙ্গ ভিন্ন, বক্তা ভিন্ন,
ইস্তাহারও ভিন্ন
লক্ষ্য এক –
বিপ্লব!