STORYMIRROR

Prantik Biswas

Abstract Romance

4.8  

Prantik Biswas

Abstract Romance

ঘরবাঁধার বৃষ্টি

ঘরবাঁধার বৃষ্টি

1 min
609


স্বপ্নগুলোর সকাল হলো,

আকাশের গায়ে তখন ছেঁড়া মেঘের গান;

আমি ভাবতে পারিনি

বৃষ্টি হবে...

হলো।

চেনা হাওয়া বদলে গেলো

ক্ষণে ক্ষণে, স্মৃতির তালে তালে

আমার আমির সাথে।


ঝলসানো রোদ্দুর, ক্লান্ত ডানার পাখি

এসবই তো চেনা ছবি

অফিসের পলিটিক্স, বেলাইন ট্রেন

জটপাকানো ট্রাফিক...

খুললো।

পে-স্লিপ উড়ে গেল দূরে কোথাও

কল্পনার মত

প্রজাপতি, মৌমাছির সাথে।


আলতো নেশায় ভেজা, পেঁজা পেঁজা মেঘ

একে একে এলো

মরুভূমির উটের সারি

ঊষর স্বপ্ন নিয়ে...

ভিজলো।

একফোঁটা জল চলকে এলো কাঁধে।

আমার চোখের সামনে!

শিশির, ঘাসের সাথে।


এই প্রথম মনে হলো

ফেরার তাড়া আজ নেই

ঘর নিজে এসেছে

আমাকে নিতে...

বাঁধলো।

ভিজে গেলাম, লজ্জায়, বর্ষায়

ছাটের আদরে

আমার তুমির সাথে!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract