দায় কার....?
দায় কার....?
স্কার্ট , টপ , জিন্স, দোষী জানতাম -
থাকে কাঠগড়ায়,
সমাজ তুই দেখিয়ে দিলি, অ্যাপ্রনও ছাড় পাবে না তোর দোরগোড়ায় ।
ডানা কেটে দে, উড়তে চায় যে, ছুঁতে চায় নীল আকাশ,
আজ এও দেখালি, ছাড় নেই তারও - স্টেথো পরা গলাতেও দিবি তুই ফাঁস ।
"সন্ধ্যা গড়ালে বাইরে থেকো না, ডোবে ঢোকো, নইলে তোমরা নষ্টা",
প্রহরী ঘেরা কর্মস্থলে কি করেছিল সে দোষটা ?
প্রযুক্তি ঘেরা রাজধানীতেও,
হায় হায়!! এ কি হলো পরিণতি ?
কি হবে তাদের ? দূর গাঁয়ে যারা তোরই সেবায় - অ্যাপ্রন পরা রয়েছে কত যুবতী ।
এখনও তুলবি আঙ্গুল ? বলবি - " দায়ী এই পোশাক, দায়ী চালচলন " ।
হায় ! কবে আর বুঝবি তোরা ?
দায়ী যে, সে তোরই ওই কলুষিত মন ।
দরজার বাইরে-ভিতরে, প্রতিনিয়ত-প্রতিক্ষণে,
চলছে হেনস্থা, কে নেবে তার দায়ভার ?
সবই লালসার শিকার, কর স্বীকার
পরিবর্তন মোদের নয় - তোর দর্শনেরই দরকার ।।
