চুমু
চুমু
তুলি, কোনো অচেনা যুবকের পাশে তুমি
আর দাঁড়িও না সন্ধ্যার আবছা অন্ধকারে রাস্তার মোড়ে
কোনো অজানা অশান্ত প্রেমের অনুভূতি হঠাৎ
তোমার শরীর মন ছুঁয়ে দিলে
সে বালক তোমাকে নয়, তোমার রাত্রি নামা অস্তিত্বে চুমু দেবে।
তুলি, অবিশ্বাস্য নয় ভালোবাসা
কাছাকাছি আসাও নয় প্রেম, কেবল মুখচোরা ওই
যৌবনের উত্তেজনা "ভালোবাসি" নামে
স্বাদ মিটিয়ে নেয় তোমাতে তাঁর একি সাথে।
হে আত্মঘাতী বিষাক্ত প্রেমিক
মুখ ঢেকে কেন চুমু খাও প্রেমিকার দেহে ?
প্রাণের নেশাতুর প্রলেপ মুছে ---- তাঁর পদতলে চুমু খাও।