STORYMIRROR

Abir Ahmed

Romance

3  

Abir Ahmed

Romance

চন্দ্রমল্লিকা!

চন্দ্রমল্লিকা!

1 min
158

কি রূপে এলে, বলতো

অস্তিত্ব কেনো অদৃশ্য বেতাল মোহ,

কি সে মায়ায় হারানো। 


কি বিষ্ময়ের প্রকৃতি, বলতো

চন্দ্রমল্লিকা কার্নিশ থেকে গ্রাফিতিতে,

কি যে আসক্তির ঘ্রাণ ছড়ানো। 


কি জটিল ধাঁধায় ফেলা, বলতো

কখনো চোখ কখনো ঠোঁট, 

কি সে শিহরণ জাগানো।


কি এক প্রেম তুমি, বলতো

মনের ভাজ-এ শাড়ির কাজে,

কি এক মিশে যাওয়া মন মাতানো।


Rate this content
Log in

Similar bengali poem from Romance