STORYMIRROR

Abir Ahmed

Drama

3  

Abir Ahmed

Drama

টাকা

টাকা

1 min
152

একটা অসুখ হোক তো আমার

এমন অসুখ, পথ থাকবে না বেরুবার। 

অসুখ টা হোক টাকার।

চড়বে বসে আমার নেশায়

ঘুরবে যে মগজ শিরায়

কাটবে যখন ধরবে বেজায় 

টাকার ঘ্রানে মন মজায়। 

সুখ, হাহাহা! সে তো গোলাম

টাকায় কিনে নিলাম।

আমায় তখন বলেছিলেন যারা

হবে না রে কিচ্ছু, দাড়া

সময় নাই, দৌড়া। 

সময় ও নিলাম কিনে নাহয়

কিসের অভাব, টাকায়?s

টাকা হবে আমার অসুখ, আমায় আর কে পায়।

কথা বলবে মোটা কাগজের হাজার টাকার ছাপ

আমি অধম তোমার নেশায় তুমিই তো পাপ।


Rate this content
Log in

Similar bengali poem from Drama