STORYMIRROR

Suspense queen 'Tinni'

Inspirational Others

3  

Suspense queen 'Tinni'

Inspirational Others

চলো যাই

চলো যাই

1 min
175

চলো যাই, হারিয়ে যাই,

কোনো এক নতুন পৃথিবীর দেশে।

এই হিংসা, দ্বেষ, হানাহানির মাঝে,

বাঁচতে নাহি ভালো লাগে।।

যেদিকে তাকাই খালি দেখি রক্ত,

রণের পর রণ হয়ে চলে।

থামে নাকো কেউ,

রক্ত কি এতই সস্তা?

সকলে রক্তের ভক্ত হও।।

কান্না বিনা খুশি আসে না জানি,

মৃত্যু বিনা জন্ম নয়।

কিন্তু রক্তের পরিবর্তে রক্তের সূত্ৰ,

এতো মানবধর্মে কাম্য নয়।।

কখনো হয় অস্ত্ৰের সংঘর্ষ,

কখনো আবার ঠান্ডা লড়াই।

কেউ করে গোলা-বারুদের বর্ষণ,

তো, কেউ ছোঁড়ে গুলি।।

ধর্ম-অধর্মের যুদ্ধ তো সেই,

পুরাকালের রীতি।

সত্য-মিথ্যার রণে তবে,

কেন ধর্ম নিয়ে মারামারি??

আল্লাহ্ কিংবা ভগবানের ভেদাভেদ করার,

তুমি আর আমি কে?

কাউকে কি কখনো চোখে দেখছো,

যে, রক্তের বন্যা বইয়ে দিচ্ছো??

চলো যাই, হাওয়াই মিলিয়ে যাই,

এই ভুবনের বুকে শ্বাস নেওয়াও যে দুষ্কর।

বাতাসের স্তরে স্তরে আজ শুধু ভাসছে বিষ,

আমরা যেন আর মানুষ নয়, সব লোহা-লস্কর।।

আমাদের মৃত্যু কড়া নাড়ছে দরজায়,

ধ্বংস নিয়েছে রূপ, কঠিন রোগের।

কখনো করোনো, কখনো ওমিক্ৰণ,

এটাই তো শুরু শেষের।।

মানবযুগের শেষকাল এলো,

কলিযুগেরও যে হবে শেষ।

চলো যাই, ওই দূরের দেশে,

সুখ-শান্তিতে বাঁচবো আমরা,

থাকবে না কোনো লোভা-হিংসা, দ্বেষ-বিদ্বেষ।।

          


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational