STORYMIRROR

Manik Chandra Goswami

Abstract Classics

4  

Manik Chandra Goswami

Abstract Classics

ছন্নছাড়া সমাজ

ছন্নছাড়া সমাজ

1 min
14

ছন্নছাড়া সমাজ 

মানিক চন্দ্র গোস্বামী


জন্মেছি এক সবুজ শোভন দেশে,

বনানী যেথা চির তরুণ বেশে,

একান্তে আঁকড়েছে মাটি নিছক ভালোবেসে,

পরিবর্তনে প্রমাদ গুণী শেষ জীবনে এসে। 


সেথা স্বাধীনতা ছিল, শালীনতা ছিল,

ব্যবহারে বিনয়ী পরিচয় ছিল,

সত্য ছিল, সততা ছিল,

নম্রতা ছিল, ভদ্রতা ছিল,

মনের স্বভাব উদার ছিল,

হৃদয় প্রকোষ্ঠ দয়ালু ছিল,

উপকারের ইচ্ছা ছিল,

একে অন্যের সহায় ছিল,

চলন বলন মার্জিত ছিল,

ভাষা প্রয়োগে সংযম ছিল,

রুচিশীলতার পরিচয় ছিল,

ভক্তি ছিল, মান্যতা ছিল,

প্রতিবেশীরা বন্ধু ছিল,

পালা পার্বনে জমায়েত ছিল,

কুশল সংবাদ বিনিময় ছিল,

আইন ছিল, বিচার ছিল,

অপরাধীর শাস্তি ছিল,

শিক্ষা ছিল, দীক্ষা ছিল,

মানুষ গড়ার লক্ষ্য ছিল,

জ্ঞান ছিল, বিজ্ঞান ছিল,

সংস্কৃতির মূল্য ছিল।


ভালো মন্দ অনেক ছিল,

সব হারিয়ে কি যে হলো,

মানুষ কেমন বদলে গেলো,

শিখর থেকে খাদে এলো,

লোভ, লিপ্সা সঙ্গী হলো,

পাপী তাপির জন্ম হলো,

কাম ক্রোধের উত্থান হলো,

হৃদয় বড় কঠিন হলো,

প্রতিশোধের স্পৃহা এলো,

বোধ বুদ্ধি হারিয়ে গেলো,

নরম দৃষ্টি গরম হলো,

প্রতিবেশীরা শত্রু হলো,

বিবাদ, বিভেদ চরম হলো,

অনিশ্চিত জীবন হলো,

ধর্ম কর্ম রুদ্ধ হলো,

ছন্নছাড়া সমাজ হলো।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract