STORYMIRROR

SUBHAM MONDAL

Abstract Romance Others

3  

SUBHAM MONDAL

Abstract Romance Others

ছদ্মবেশে

ছদ্মবেশে

1 min
227

অসম্ভবের গল্প শেষে ক্লান্তি নামে ইচ্ছে বেয়ে। 

 হতাশাদের আধিপত্য সংখ্যাগুলােগুঁড়িয়ে গিয়ে।


চিন্তারা আজ ধর্মঘটে অপেক্ষাতেই গুনছে প্রহর। 

পাতাবাহারের সীলমােহরে সুখবিলাসী বালির শহর।



ধুলোয় থাকা আনাগোনা অবুঝ প্রেমে ছন্নছাড়া। 

ঠুনকো মায়ার গাঁথুনিতে উপন্যাসে ফল্লুধারা।



একফালি প্রতিশ্রুতি থাকনা তােলা ঋণের খাতায়। 

কলঙ্কেরা মিশুক প্রাণে বাঁচুক তারা স্মৃতির ছায়ায়।



পরিযায়ী চরিত্রেরা ফিরে গেছে মেয়াদ শেষে। 

ফিরবে আবার ছদ্মনামে হয়তাে কোনো ছদ্মবেশে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract