ছায়া ছায়া সত্যি ৩৬
ছায়া ছায়া সত্যি ৩৬
এত বৃষ্টি হচ্ছে, চলাচল পথ শ্যাওলায় মুখ আঁটে
তোমাকে দেওয়া পুরুষালি কথাগুলো এখন অবাস্তব
এত মেঘ হুঙ্কার, সব পাখি নিরাপদ গুহায় গুহায়
তোমাকে বিলানো স্বপ্নের ডালপালা স্থিতিশীল এখন
নদীর বাঁধ ভেঙেছে, হাহাকার শব্দ তোলে এখানে ওখানে
কারসিনোমা মহাতান্ডবে এলোমেলো করছে আমাদের বাঁচা
এত প্রকল্প নেমেছে, সব ফেলে চোঁ চাঁ দৌড়ে লাইনে
ডারউইনসাহেব, তোমার তত্ত্ব এখানে পোঁতা যায় নি
করোনার ভয় বেড়েছে, প্রতি মূহুর্তে একলা হচ্ছি
আবার কবে যে বীজতলার সুর বাজবে এ মনে সে মনে
