STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

3  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ২৭

ছায়া ছায়া সত্যি ২৭

1 min
218

দেখ, তোমাকে আমার কতগুলো কথা না বললেই নয়

কতদিন বলবো বলবো করেও বলে উঠতে পারি নি

আজ চানঘরে এক বালতি মতো সাহস ঢুকলো বুকে

তাই.........


ভোররাতে, দুপুরে, সকালে কিম্বা যখন তখন শরীরে গরম খেলছে

তোমাকেই বলছি শোনো, সাপ ধরতে গেলাম 

বাঘ ধরতে গেলাম, এমন কি একটা বুলবলিও

কিছুই আর ঠিকঠাক ধরা হয়ে ওঠে না

জানো, শেষকালে কিনা হাঁপিয়ে উঠে জ্বর ধরি


সেই জ্বর, অজানা কিন্তু চিরসখা হয়ে আমাকে আঁকড়ে

আমি তোমার সামনে যাচ্ছি, পাশেও

অথচ তুমি আর আমাকে কাছেও ডাকছো না

বলছো না একবারও --

বড্ড ঘেমে যাচ্ছো, একটু ঠান্ডা জল দি'.....

হায়!!!



Rate this content
Log in

Similar bengali poem from Abstract