ছায়া ছায়া সত্যি ২
ছায়া ছায়া সত্যি ২
পোক্ত জীবন বলে বাজানো বুকে রোজ ছোঁ মারে আড়কাঠি পাখি
ঘেঁটেঘুঁটে পিচফাটা করে তবে ছাড়ে
ছেড়েও ওৎ পেতে থাকে
তবুও শিশির মাখার স্বপ্ন ঘিলুতে নড়েচড়ে
এবং ভালবাসা লেপানো হাতগুলো আগুন বাড়ায়
আগুনকে বড় ভয় খায় আড়কাঠি!
হাইকমান্ড নিশ্চুপ বলে হাল ছোঁড়ে কেউ কেউ
তারপর কোন এক কুহু রাতে কমিটি উচ্ছ্বসিত
মেল উপচে মধুরস নামে
ভীমরুল উড়ে এসেও কাজ ভুলে যায়
কান ভারি করে বিপক্ষ নিন্দায়
সব শুনে চোখের পাতারা কাঠিন্য রূপ পায়
স্বঘোষিত সেরাদের ভাবেহাবে ঝরে পড়ে হতাশা
নার্ভগুলো ঝটিতি সংঘর্ষে কেঁপে কেঁপে ওঠে
আর সবান্ধবে খাড়িয়ে যায় জ্ঞাতি শত্রুতে
চারদিকে ছায়ামানুষ উঠছে কাঁদছে পাগলও হচ্ছে
সংজ্ঞায়িত প্রকৃত মানুষ কোথায়ও কি আসছেন?
এত দম্ভ মিছিল এবার কি শেষ? মিছিলে দম্ভ?
