চাওয়া পাওয়া
চাওয়া পাওয়া


কাজের মাঝে,
ব্যস্ততা যখন তুঙ্গে,
একটু ছোঁয়া চাই তখন সর্বাঙ্গে।
কাজের মাঝে,
ভুল বিশেষণ হাজির,
লজ্জা পাওয়ার উপকরণবাজির।
কাজের মাঝে,
ডুবে থাকা আকন্ঠ,
আমিই জানি কেন এমন নিশ্ছিদ্র নির্ঘণ্ট।
কাজের মাঝে,
ডুবতে চেয়েও হয় না পুরো ডোবা,
তোমার আমার কাল্পনিক সং সাজা সেই সংসারটা ভাবা।
কাজের মাঝে,
চাইছি যেতে একলা ঘুমের দেশে,
দোষ দিও না এরপরেতে সব হারানোর শেষে।
কাজের মাঝে,
বুকের বাঁধারেতে একটু ছোট্ট চাপ,
বিদায়বেলায় তোমার মুখের লাল আভাতে চাইছি মাপ।