STORYMIRROR

subrata bhattacharjee

Abstract Fantasy Others

3  

subrata bhattacharjee

Abstract Fantasy Others

চাঁদ উঠেছে

চাঁদ উঠেছে

1 min
629


চাঁদ উঠেছে 

নিটোল গোল চকচকে সাদা থালার মতো 

পরিপূর্ণ একটা চাঁদ 

তাকিয়ে আছেন কবি সেই দিকে 

মনে কিছু শব্দের আনাগোনা 

কলম হয়ে চুঁয়ে পড়তে চাইছে কবিতার পাতায় 


চাঁদ উঠেছে 

ছড়ানো চুল পিঠে আনমনা এক মেয়ে 

ছাদের উপর 

একদৃষ্টে তাকিয়ে সেই প্রেমিক চাঁদের দিকে…. 


ঠাকুমা বসেছেন মোড়ায় 

ছেলেটি মেঝেতে 

শুনেছে চরকা কাটা বুড়ির গল্প কতবার 

এখন সন্ধিৎসু চেয়ে আছে সে ওই একইদিকে 


চাঁদ উঠেছে 


জানলা গলে চাঁদের আলো এসে পড়ছে তারও ঘরে 

মৃত্যু যাকে কথা দিয়েও আসে নি নিতে 

সাদা চাদরে ঢাকা বিছানায় মিশে আছে যেন কঙ্কাল শরীরটা 

থেকে থেকে 

তার ক্ষীণ কন্ঠের আকুতি 

বাতাসে মিশে ভেসে আসছে আমার উঠোন পেরিয়ে বারান্দায় 


'কেউ আছো ! চাঁদটাকে একটু সরিয়ে দেবে ভাই !'.... 


সরিয়ে দেবে ভাই, চাঁদটাকে !'


Rate this content
Log in

Similar bengali poem from Abstract