চাঁদ উঠেছে
চাঁদ উঠেছে


চাঁদ উঠেছে
নিটোল গোল চকচকে সাদা থালার মতো
পরিপূর্ণ একটা চাঁদ
তাকিয়ে আছেন কবি সেই দিকে
মনে কিছু শব্দের আনাগোনা
কলম হয়ে চুঁয়ে পড়তে চাইছে কবিতার পাতায়
চাঁদ উঠেছে
ছড়ানো চুল পিঠে আনমনা এক মেয়ে
ছাদের উপর
একদৃষ্টে তাকিয়ে সেই প্রেমিক চাঁদের দিকে….
ঠাকুমা বসেছেন মোড়ায়
ছেলেটি মেঝেতে
শুনেছে চরকা কাটা বুড়ির গল্প কতবার
এখন সন্ধিৎসু চেয়ে আছে সে ওই একইদিকে
চাঁদ উঠেছে
জানলা গলে চাঁদের আলো এসে পড়ছে তারও ঘরে
মৃত্যু যাকে কথা দিয়েও আসে নি নিতে
সাদা চাদরে ঢাকা বিছানায় মিশে আছে যেন কঙ্কাল শরীরটা
থেকে থেকে
তার ক্ষীণ কন্ঠের আকুতি
বাতাসে মিশে ভেসে আসছে আমার উঠোন পেরিয়ে বারান্দায়
'কেউ আছো ! চাঁদটাকে একটু সরিয়ে দেবে ভাই !'....
সরিয়ে দেবে ভাই, চাঁদটাকে !'