বসন্ত প্রেমের স্কেচ, এক সন্ধিক
বসন্ত প্রেমের স্কেচ, এক সন্ধিক


জীবনের খেলায় পুষ্ট সকাল ধরা মন,
স্বপ্ন আঁকে হৃদয় গাছের বাকল সন্ধ্যায়৷
দরদী মানচিত্রে ফাগুন লাগে অনায়াস দুটি মনের বনে,
আগুন রঙের খিদে উত্তোলিত হাতে রঙ ভরে দলছুট বসন্তের এক সন্ধিক্ষণে৷
অজানা প্রেম নিয়ে যায় সীমানা ছাড়িয়ে বন্ধন হারা কৃষ্ণচূড়ার দেশে৷
আনন্দ দুয়ার খুলে পড়ে, আকাশের নীল পাখনায়৷
নব বসন্তের আগুনবীজ ছড়িয়ে চলে, সুডৌল গোম্বুজ কারুকলায় যেন এক বসন্ত প্রেমের স্কেচ ৷
ঋতুরাজের প্রখর সৌরভে সুরভিত চিরন্তন গাঁথনি
থেকে মুদ্রিত হোলির আবির আভা,
বুনে যায় জীবনের নব আনন্দে জেগে ওঠার এক অমোঘ উঠোন....
স্মৃতির নদী টান দেয় স্রোতের ভাঁজে,
তবুও স্পর্শজ বালুচর ফাগুনের কাল গুণে
মোহনায় মিশে যায় বারংবার