আগন্তুক
আগন্তুক


একটা গুমোট বিকেল হয়ে একটা চৈত্রের ঝড়বৃষ্টি উপহার দিতে খুব সাধ হয়,
সেই সময় তুমি মনের রাস্তায় সাইকেলিং করতে করতে আমার পথে দাঁড়িয়ে থাকবে বোধ হয়৷
ক্লান্ত খিদে শরীর,মাথার ওপর একটা ঝড়ের ঝাঁকড়া মেঘের অন্ধকার চুলের মত এক আগন্তুক৷
একটা অসম্ভব সুন্দর কবিতায় তোমাকে চৈত্রের রাত্রি দিতে সাধ হয়,
সেই সময় আয়নার সামনে নিজেকে নগ্নহীন চোখে সাজাবে বোধ হয়৷
এলোমেলো চুলের খোঁপায় একটা গোলাপের
স্টিকের মত এক আগন্তুক ৷
একটা লম্ফের মত দুরন্ত শিখার আলোয় আলো দিতে সাধ হয়,
সেই সময় পিপীলিকা ঘেরা গ্রীষ্মের মত মনের খাবার কণা সন্ধানে ব্যস্ত থাকবে বোধ হয়৷
নিঃস্পৃহ পায়ের চলনে সারা শরীরে তন্ন তন্ন করে মাতাল ঘ্রাণের নেশার মত এক আগন্তুক৷
সাধ্য আর সাধের বলিষ্ঠ মন জীবনচিত্রের উঠোন জুড়ে মনের দরজায় থাকা এক আগন্তুক...