রঙ মাখা সেই আনন্দ হোলি
রঙ মাখা সেই আনন্দ হোলি


অনেকগুলো বসন্ত পেরিয়ে থেমে গেছি আজ,
স্মৃতির ক্লাসঘরে এখনও উজ্জ্বল ফাগুনের গান৷
অবাধ অবাধ্যতার খুশি নিয়ে হুল্লোড় হোলির রাঙা
মুখ,যেন হারানো চেহারার জলরঙের সঙ৷
উদ্দাম নৃত্যের পিচকারির রঙের ফোয়ারা
আয়নায় খুঁজে নেওয়া সেল্ফির দিন
শুধু রঙ,বসন্ত রঙিন৷
অপাপ বয়স নিষেধ না মানা বুক,দুরন্ত ঘুর্ণির
স্রোত৷
অবলা হৃৎপিণ্ডে আপন প্রাণের সম্প্রীতির রঙ বদলে দেওয়া শৈশব--
থেকে চুঁয়ে পড়ে
রঙ মাখা সেই আনন্দ হোলি৷