রুটিসেঁকা ঘরে একরাত্রি
রুটিসেঁকা ঘরে একরাত্রি


প্রলোভনের পেট উঁচায়, রাত্রির আঙার মেলা
ডাঙায়
বগলে চাপা গ্রাসনালীর সিলিণ্ডারে লেবার চার্জের এম.আর.পি.মুছে গেছে
দারিদ্রের ডাউনলোডে
কিচেন চিমনির ধোঁয়া
হাত ধরে নিয়ে যায় দূর ক্ষেতের পিপাসা ঘাসে
ক্ষুধার ঘোড়া রেস দেখি
দেখতে দেখতে বাজি ধরি
এক্সিট পাখার মত বাতাস বের করি উদরের ঘুলঘুলি বেয়ে
তারপর ঢুকে পড়ি এক রুটিসেঁকা ঘরে
হাত রাখি তাওয়ায় সারা রাত্রি
সমাজের পাকশালায় ঈশ্বরের ডাক শুনি৷