অজ পাড়াগাঁয়ের কবিতা
অজ পাড়াগাঁয়ের কবিতা
প্রায়ই দাদুর কথাগুলো খুব মনে পড়ে,
দাদু বলত আমরা অজ পাঁড়াগাঁয়ে থাকি
এই অজ পাড়াগাঁয়ের ভেতর জ্যান্ত খেজুরের সারি,শালের সবুজ বন্ধন,আমের গ্রীষ্ম বিকেল
জামের কালো রঙ ধরা বর্ষাকাল--
যেন আমাদের প্রকৃতি হৃৎপিণ্ড৷
শীতাকানালী,ভদভদে,ধনকিষ্ট-- এই পোড়ো জঙ্গলের ভেতর আমাদের আভিজাত্য৷
লাল ধূলোর খাল-ডোবা রাস্তা আমাদের আনন্দ পায়ে হাঁটার গর্ব,
দাদু অজ পাড়াগাঁ বললেও বুকের ভেতর একটা গর্বের গোম্বুজ ,একটা ঐতিহ্যের মিনার,একটা আভিজাত্যের টেরাকোটা বানিয়ে রেখেছিল৷
আজ বড় হয়ে গেছি,দাদুর স্মৃতির পথে হাঁটতে থাকি--
খড়ি খাদানের পড়ন্ত বিকেলের সূর্য মুলো মাঠ ঘুম পাড়িয়ে সন্ধে নামায়,
ফাঁকা মাঠের উপর ঘাসের সবুজ কার্পেটে বসে পড়ি আর দিগন্তরেখায় মিলিয়ে নিই
শহরের ফ্ল্যাট বাড়ির মূল্যবান দেওয়ালের দামী সিনারীর চেয়ে আমাদের অজ পাড়াগাঁয়ের শ্বাস-প্রশ্বাসের জ্যান্ত ছবিতে আমরা কেমন দামী হয়ে আছি