STORYMIRROR

Chandrane Das

Abstract Tragedy

3  

Chandrane Das

Abstract Tragedy

বৃষ্টির দ্বিচারিতা

বৃষ্টির দ্বিচারিতা

1 min
269

বৃষ্টি তোমার টুপ টাপ ফোটায়

প্রকৃতি আজ আরও মোহময়ী।


বৃষ্টি তোমার সামান্য বর্ষনে

বন্ধ্যা জমি ও ফিরে পায় তার অস্তিত্ব,

প্রকৃতি ও যেন নিজেকে মেলে ধরে

কোন এক লাস্যময়ীর ই মতো। 


অথচ সেই তুমিই যখন বিধ্বংসী

কেরে নাও সকল হাসি,

তোমার বারিধারার

অপরিমেয়তায়,

ভেসে যায় কত নগর-গ্ৰাম।


বাঁধ ভাঙা বন্যায়

কেড়ে নিয়েছো কত প্রান,

মাথার ছাদ টুকু ও হারিয়ে

বহু মানুষ হয়েছে দিশেহারা,

অনাহারে,অসুখে

ধুকে ধুকে গেছে প্রান ।


তোমার এই নিষ্ঠুরতায়

ধ্বংস হয়ে গেছে

কত সংসার, পরিবার।


এর পরে ও ক্ষ্যান্ত

হওনি তুমি,

বজ্রের আঘাতে কেরে নিলে

আঠাশটি প্রান ...


হায়! বৃষ্টি তুমি, বরই বিচিত্র,

কখনো তোমার পর্যাপ্ততায়

হাসি ফোটে কৃষকের ঠোঁটে,

তো আবার কখনো 

সেই কৃষকই করছে হাহাকার 

তোমারই অভাবে।


বৃষ্টি তোমার কারনেই তো

প্রকৃতি আজ এতো সবুজ,

কিন্তু দেখো তোমার কারনেই 

রাস্তাঘাট আজ হয়েছে জলমগ্ন।


বৃষ্টি তোমার কারনেই তো

ফিরে পাই প্রান,

অথচ দেখো তোমার কারনেই তো

বন্ধ বাজার দোকান।


বৃষ্টি তোমার বর্ষনে আজ ও

মুগ্ধ হই আমি,

কিন্তু বৃষ্টি তুমি কি জানো ?

তোমার আগমনে

কেঁপে ওঠে,

বহুত্বের অন্তরযামী


Rate this content
Log in

Similar bengali poem from Abstract