STORYMIRROR

Partha Basu

Tragedy Others

3  

Partha Basu

Tragedy Others

বন্ধু বিয়োগ 2

বন্ধু বিয়োগ 2

1 min
193

বন্ধু আমার বন্ধু রে তুই

কোথায় গেলি চলে?,

কেমনে ভাই তোকে আমি

বল না যাবো ভুলে?।

ভুলতে তোকে পারছে না রে

আমার অবুঝ মন,

তুই যে ছিলি আমাদের ঐ 

কতই আপণ জন।।

এক সাথে ঐ সবাই মিলে

বসেছি কত মাঠে,, 

আজ জীবন কেমন ছন্নছাড়া

সূর্যি গেল পাঠে,,

আঁধার নেমে এলো চোখে

ব্যথায় ভুবন ভরা,,

আজ শূন্য সেথা স্কুল মাঠ

ভাই যে তোকে ছাড়া,,

বন্ধু রে তুই কেনই গেলি

না ফেরার ঐ দেশে?,

আয় না ফিরে আগের মত

একটু খনি হেসে ।

পারছি না রে ভুলতে তোকে

কেমনে ভুলা যায়,,

তোর মত ঐ বন্ধু রে ভাই

বল না কজন পায়।

হঠাৎ করে ঘড়ির কাঁটা 

থমকে কেন গেল?.

দিনের বেলায় হঠাৎ আঁধার

ঘনিয়ে কেন এল?।

আয় না ফিরে বন্ধু রে তুই 

আয় যে ফিরে আয়,, 

আবার সবাই আড্ডা দেব

আমাদের ই গাঁয়।

ওই গগনে মুক্ত মনে

উড়ল না আজ পাখি,

জল ছলছল উঠল ভরে

আজ সকলের আঁখি।

গায়ের সকল ছেলে ডাকছে 

তোকে আয় রে ফিরে আয়,

কোথায় গেলি বন্ধু রে তুই

কোন সে অজানায়?।।

মলয় যে তার মলিন মুখে 

ভাবছে যে তোর স্মৃতি,

অশ্রু সজল নয়ন যে তার

মনে করায় প্রীতি।

আনন্দের ঐ আনন্দ আজ

কোথায় গেলো উড়ে,

লালুর বাঁশি বাজল না আর

সেই যে চেনা সুরে।

বিপুল সে ও আজ খেয়েছে

একটু খানি বেশি,,

তবু ও সে যে তোকে ছেড়ে 

একটু ও নয় খুশি।

অবাক হয়ে আকাশ পানে

রয় যে চেয়ে অভি,

মনের ব্যথা আজ কলমে 

কেউ ভেবো না কবি।।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy