বলতে পারেন....
বলতে পারেন....
কবে উঠবে নতুন সূর্য, হবে ভোর?
কবে পাব ধর্ষন দূষণ মুক্ত শান্তির পরিবেশ?
কবে হবে মন রূপ কলুষিত নর্দমা পরিষ্কার?
আমরা কি আদৌ মানুষ?
কে জানে আছে কি না মান - হুশ?
এ পোড়া সমাজে ষোড়শী কন্যাও পিতার
মনকে কামাতুর করে তোলে! নাবালিকা
নাতনী হয় দাদুভায়ের হাতে নিগৃহীতা!
শিক্ষক মহাশয় - যিনি মানুষ গড়ার কারিগর
তিনিও পোশাকের ভিতর খুঁজে চলেন গুপ্তধন,
গুরুকূলকে করেন কলঙ্কিত!
কেউ আবার নিদান দেন, ধর্ষণ উপভোগ করার!
বলতে পারেন.......
আর কতগুলো ধর্ষণ হলে জাগ্রত হবে
আমাদের বিবেক? কত লিটার পেট্রোল পুড়লে
জাগবে মনুষ্যত্ব? আর কত বোতল
অ্যাসিড লাগবে আমাদের ঘুমন্ত
মানবিকতাকে জাগিয়ে তুলতে?