STORYMIRROR

Sukumar Roy

Classics

0  

Sukumar Roy

Classics

বিষম ভোজ

বিষম ভোজ

1 min
4.2K


"অবাক কাণ্ড !" বললে পিসী, "এক চাঙাড়ি মেঠাই এল—

এই ছিল সব খাটের তলায়, এক নিমিষে কোথায় গেল ?"

"সত্যি বটে" বল্‌‌লে খুড়ী, "আনল দু'সের মেঠাই কিনে—

হঠাৎ কোথায় উপ্‌‌সে গেল ? ভেল্কিবাজি দুপুর দিনে ?"

"দাঁড়াও দেখি" বল্‌‌লে দাদা, "করছি আমি এর কিনারা—

কোথায় গেল পট্‌লা ট্যাঁপা— পাচ্ছিনে যে তাদের সাড়া ?"

পর্দাঘেরা আড়াল দেওয়া বারান্দাটার ঐ কোণেত

চল্‌ছে কি সব ফিস্‌ ফিস্‌ ফিস্‌ শুনল দাদা কানটি পেতে।

পট্‌লা ট্যাঁপা ব্যস্ত দুজন টপ্‌টপাটপ্‌ মিঠাই ভোজে,

হঠাৎ দেখে কার দুটো হাত এগিয়ে তাদের কানটি খোঁজে।

কানের উপর প্যাঁচ্‌ ঘোরাতেই দুচোখ বেয়ে অশ্রু ছোটে,

গিল্‌‌বে কি ছাই মুখের মিঠাই, কান বুঝি যায় টানের চোটে।

পটলবাবুর হোম্‌রা গলা মিল্‌ল ট্যাঁপার চিকন সুরে

জাগ্‌ল করুণ রাগরাগিণী বিকট তানে আকাশ জুড়ে।


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar bengali poem from Classics