বিসর্জন
বিসর্জন


সন্ধ্যাকে আমার বড় ভয় গো ...
ওর পিশাচী চোখ দুটোকে ভয় -
আতঙ্ক, কুন্ঠা -
ভয় ওর নিঃশ্বাসে ....
সন্ধ্যের দুটো হাত ছিঁড়ে খায়
আমার রক্ত মাংসের শরীর,
টাকা? না কাগজের টুকরো
আর, আমার আত্মার সহস্র টুকরোর
বিসর্জন আঁধার জলে -
আমি ভয় পাই -
গুমরে কাঁদি -
তারপর আবার খোঁপার বাঁধন আলগা করে
দাঁড়াই পিশাচী চোখের সন্ধানে ...
কাগজের নোটে নিজেকে
বিসর্জন দিতে -
প্রতিদিনের সন্ধ্যা আমার আত্মার
বিজয়া দশমী -
আমার বিসর্জন .....