বিকৃতি
বিকৃতি
মাটির বুকে লুকানো কত বেদনার কাহিনী
মানুষের করুণ আর্তনাদ,
নির্মম স্মৃতির ইতিহাস- কলংকের দাগ -
ভূল অঙ্ক, অনিশ্চিত ভবিষ্যৎ,
বিচ্ছিন্ন কবির মন, যেনো ডানাকাটা পাখির ছটফট প্রাণ,
জানিনা কথায়ে খুঁজে বেরায় শান্তির আস্থানা
ধ্বংসের সম্মুখে।
মাটির বুকে লুকানো কত বেদনার কাহিনী
মানুষের করুণ আর্তনাদ,
নির্মম স্মৃতির ইতিহাস- কলংকের দাগ -
ভূল অঙ্ক, অনিশ্চিত ভবিষ্যৎ,
বিচ্ছিন্ন কবির মন, যেনো ডানাকাটা পাখির ছটফট প্রাণ,
জানিনা কথায়ে খুঁজে বেরায় শান্তির আস্থানা
ধ্বংসের সম্মুখে।