এক রোমান্টিক মৃত্যু
এক রোমান্টিক মৃত্যু


দিন, আলো খেলা শেষ করে
পশ্চিম দিগন্তে লুকায়ে,
শুরু হয় মেঘের খেলা,
নেমে আসে অফুরন্ত বৃষ্টি,
মুছে দেয় শিহরিত কণ্ঠস্বর।
এক নিঃসঙ্গ পথিকের যন্ত্রণা
ক্লান্তি ভরা হাঁটার মধ্যে জড়ানো কিছু অভিশাপ
যেনো কালো ছাতার নীচ ছুয়ে
বাসা বাঁধে বিছানার কোণে
আলতা নিভিয়ে দেয়
শুয়ে পরে সপ্নজাল বুনে বুনে।