STORYMIRROR

Soma Gupta

Others

2  

Soma Gupta

Others

স্মৃতিচিহ্ন

স্মৃতিচিহ্ন

1 min
338

ঁপিতা শিবপদ গুপ্তের স্মরণে...


স্মৃতির যাকিছু অবশিষ্ঠ এখন অন্তরে

হাসির বন্যায় ঘর আর ভরে ওঠে না

তুমি এখন ঈশ্বরের পবিত্র উদ্যানে হাসি লিখে যাচ্ছ,

আর আমরা এখানে তোমার রোমন্থনে নীরব সাক্ষীর দু'তারা-

আমরা তোমার শব্দ কোলাহল শুনি

আর ভাবি তুমি অমৃত লোকে আমাদের শব্দ কথা

নির্জন বাগানে চয়ন করে যাচ্ছ।

অমৃত-লকের আনন্দ ঘন মেঘ লোক থেকে,

অবলোকন করছো আমাদের নিস্তব্দ স্মরণ কথা

আর ছড়াচ্ছে প্রিয় ব্যথার মুগ্ধ ভালোবাসা।

এই ভাবনা নিয়ে আমরা বেঁচেপর্তে থাকবো

তোমার প্রতিটি চরণ শিল্প নিয়ে...


Rate this content
Log in