বীর্য্য
বীর্য্য
হে আদিশ্বর , লাচ্ছনায় ক'রো না কাতর,
দাও শক্তি বহিবারে ত্যেজি ভয় ডর।
দিয়েছো; জীবন-যৌবন ধন-মান
ক'রো না জীবনে হীন,-- ম্রিয়মান।
দাও আশীর্বাদি সোনার কাঠি পরশ
জাগাতে দুখী হৃদয় মাঝে অনন্ত হরষ।
দাও বীর্য্য হৃদয় গভীরে সহিবারে দুখ,
অনন্তের মাঝে যেন পাই অনাবিল সুখ,
করিয়া তোমারই আরাধ্য কর্ম।
দাও বীর্য্যে ,---- রাখিতে আপন ধর্ম।
প্রতি অনু-পরমাণু মাঝে
যেন তব বীণা সুর বাজে;
দাও বীর্য্যে, কামনা-বাসনা বিসর্জিতে;
দাও বীর্য্যে, ভরাতে ভূবন অসুর শোণিতে।
দীন আমি নমি তব পদে অবনত শির,
জীবনযুদ্ধ পথে ক'রো মোরে ধীর-স্থির।।