ভয়
ভয়
রাত বাড়ছে হাঙ্গর হয়েভয় দেখিয়ে ধাওয়ায়সাহস আমার ছিন্ন করেউড়িয়ে দেবে, হাওয়ায়।পানির বোতল আমায় দেখেচোখ পাকিয়ে হাসেআধার আরো ঘনিয়ে আসেআমার সর্বনাশে।ভয় কি আমায় চেনে ?ভয় কি আমায় দেখে ?ভয় কি আমার দুঃস্বপ্ন আমার পিছেই থাকে?হাঙ্গর আমায় ধরতে এসেনিজেই কাবু জলেধরবে কি আর শক্ত পাখায়উলটো দিকে ঠেলে। জেনে নিয়ো দক্ষ হাতেজলেই শিকার ধরিঠুনকো সাহস নিয়েই তবুভয়ের সাথে লড়ি ।
