আক্ষেপ
আক্ষেপ
ধরবো নাকি চাঁদ,
ধরবো তোমার হাত।
চাঁদনী ভরা রাতে
মায়াবিনী হাটে।
দেখেছি তার ডানা
ভেসে বেড়ায় জলে
তারেই পালক যায় সে ফেলে
যায় রে মনের ভুলে
ভুলতে নাহি পারি
পাবো না তা জানি
তারে নিয়ে আক্ষেপ কত
জানে অন্তর্যামী

