ভুতো
ভুতো
এক যে আছে ছোট্ট ভুতো
বয়স তার আড়াই,
সারা রাত সে জেগে কাটায়
সারাদিন ধরে ঘুমায়।
মুখে তার আধো আধো বুলি
মিষ্টি লাগে শুনতে,
যে যা বলে তাকেই করে অনুকরন
রাগ দেখায় ঠোঁট উল্টে।
একটু তে সে ভীষণ খুশি,
করেনা কোন বায়না,
সবার কাছে খাই সে আদর নেই
কিছুতেই মানা।
ছোট্ট পায়ে চলতে গিয়ে বারবার
হোঁচট খেয়ে পড়ে,
সবাই যত আদর করে কান্না
যে ততই বাড়ে।
ঠাম্মা দাদুর নয়নের মনি,
বাবা মায়ের ছোট্ট সে এক পরী,
দাদার হলো সে খেলার সাঙ্গী,
সে এক পাকা বুড়ি।
সে হলো ছোট্ট লক্ষী ঘর
করে রাখে আলো,
তার চলা, বলা সবকিছুই যে
লাগে ভালো।
যখন সে খিলখিলিয়ে ওঠে হেসে
চারদিকে ছড়ায় যেন মুক্ত,
আবার যখন সে কাঁদে সবার মুখ
হয়ে যায় কষ্টে রুক্ষ।
আমাদের জীবনে একফালি চাঁদের আলো সে, খুশির জোয়ারে ভরা ঢেউ,
তুই আমদের জীবনে ধ্রুবতারা তোর
মতো আর এই জীবনে নেই যে কেউ।
