STORYMIRROR

Anay 49XV1XXA

Abstract Tragedy

4.5  

Anay 49XV1XXA

Abstract Tragedy

ভুলে গেছে ওরা

ভুলে গেছে ওরা

1 min
24.4K


সব্যসাচী আজ কেন নিস্তরঙ্গ? 

গভীর ঘুমে গেছো চলে l

দুহাতে খুব জং পড়েছে 

ডুবে আছো শান্ত জলে l


47শে সাদা পায়রাটা 

উড়েছিল ভালো 

আবার খাঁচাতেই 

ফিরে হয়েছে বন্দী l


মুখোশগুলো সুখী, আয়নায়

নতুন নতুন রঙের পোশাকে l

রক্তের পুরোনো দাগগুলো

মুছে গেছে সেই কবে

নেই মনে কারো l


এখন সিঁধ কাটে চোর নিজের ঘরে 

পায়রাটার পায়ে বেড়ি, শুধু দেখে চলে 

তবু তরঙ্গ জাগেনা তোমার শান্ত জলে?

সব্যসাচী আবার ফিরবে তুমি কবে? 


একবিন্দু বারুদ দাও 

ঢেউ উঠুক শান্ত পুকুরে 

মুখোশগুলো জ্বালিয়ে দিয়ে 

পায়রাটা উড়ুক আকাশ নিয়ে l


জাগো সব্যসাচী জাগো

            আবার 

মুক্ত করো পায়রাটাকে l


Rate this content
Log in