Unmask a web of secrets & mystery with our new release, "The Heel" which stands at 7th place on Amazon's Hot new Releases! Grab your copy NOW!
Unmask a web of secrets & mystery with our new release, "The Heel" which stands at 7th place on Amazon's Hot new Releases! Grab your copy NOW!

Priyanka Bhuiya

Abstract

5.0  

Priyanka Bhuiya

Abstract

ভুল বোঝানোর মগজ ধোলাই

ভুল বোঝানোর মগজ ধোলাই

1 min
534


তুমি তো শব্দযোদ্ধা, সৃজনের ধারালো তরবারি তোমার হাতে,

চাইলেই ছিন্নভিন্ন করে দিতে পারো শব্দ-খাদক শকুনের দলকে,

ওরা মস্তিষ্কের খাঁজে খাঁজে এঁকে দেয় ভুল ব্যাকরণের শব্দমালা,

ওরা বোঝায় তোমায়, আসলে দিশেহারা কক্ষচ্যুত এক গ্রহ তুমি,

অস্তিত্ব রক্ষার সংগ্রামে টিকতে হলে ফিরে এসো অক্ষরেখায়।

ওরা শুধুই মগজ ধোলাই করে, ভুল প্রমাণিত করে চলে অহর্নিশ।


ওরা গড়তে শেখেনি, ভেঙেচুরে গুঁড়িয়ে দেওয়াই ওদের কাজ,

বর্ণমালার অবক্ষয়, বুকের পাঁজরে ধর্ষিত হয় কাব্য-সম্ভোগ;

অহমিকার তেজ, মাত্রাহীন দাপটের প্যারেড চলছে দিনভর,

পেট্রোলে জ্বলে মানুষের দেহ, রক্তখচিত অধ্যায় চারপাশ জুড়ে,

নারকীয় রাক্ষসপুরীর রক্তিম রূপকথার ভিড়ে খেই হারাবে তুমি।

ওরা আসলে মগজ ধোলাই করে, পোশাকি নাম 'ব্রেনওয়াশ'।


পেশাদারি সম্ভ্রমের বাতানুকূল ঘরে বসবাসেই ওরা চির অভ্যস্ত,

ব্যানার, পোস্টার, ভাষণ, বুলেট, গ্রেনেড, টিয়ার গ্যাসের ধোঁয়া;

তোমায় থাকতে হবে মুখে এঁটে কুলুপ, নইলে তুমি সমাজচ্যুত,

ঘরে-বাইরে স্বার্থের বিষবাষ্প, সাম্প্রদায়িকতার করাল থাবা,

মূল্যবোধ থমকে দাঁড়ায় বিবস্ত্র গণতন্ত্রের সর্বগ্রাসী ব্যারিকেডে।

ওরা সব মগজ ধোলাই করে, জোর করে সত্যের টুঁটি চেপে ধরে।


দৈনন্দিন পারদস্তম্ভে ক্রমাগত বেড়েই চলে স্ফুটনাঙ্কের চাপ,

প্রতি মুহূর্তে রক্তবন্যায় বাষ্পীভূত হয় অধঃপতনের মৌন মিছিল,

পরিচিত পথঘাট, অজস্র পথিকের প্রতিদিন গন্তব্যস্থান বদল,

তোমার-আমার বৃথাই সমস্ত প্রতিবাদ- প্রতিরোধ- আস্ফালন;

সময়ের নিত্য পরিক্রমায় একদিন সব মোহ ফিকে হয়ে যায়।

তবু ওরা মগজ ধোলাই করেই চলে, চোখ রাঙানির হুঙ্কারে।।


Rate this content
Log in

More bengali poem from Priyanka Bhuiya

Similar bengali poem from Abstract