ভালোলাগে
ভালোলাগে
ভালোলাগে যখন বীজ থেকে নতুন গাছ হওয়া।
ভালোলাগে শরতের শেষে উওরে হাওয়া বয়ে যাওয়া।
ভালোলাগে শীতে রাতের আকাশে চাঁদের ছিলিক দেওয়া।
মন ভরে ওঠে শীতের শেষে দক্ষিনা ফুরফুরে হাওয়া।
চোখ জুড়িয়ে যায় শীতে ঝড়ে যাওয়া গাছে নতুন পাতা ।
মন নেচে ওঠে কাছ থেকে দেখে কুড়ির ফুলে পরিনত হওয়া।
মনে নাড়া দিয়ে যায় গোধূলির আকাশে সূর্য ডোবা।
মন ছুয়ে যায় আকাশের থেকে ঝরে পরা বৃষ্টির ছোয়া।
