ভালোবাসো
ভালোবাসো
যেদিন বলেছিলে ভালোবাসো আমায়,
একটুকু বিশ্বাস হয়নি, এ আবার হয় নাকি-
অনেক বার আমার ছোট্ট ঘরের ছাদকে জিগ্যেস করেছি,
দেওয়ালে প্রতিটি বিন্দুকে বোধহয় তোমার কথা বলেছি।
হাওয়ার সাথে বারেবারে করেছি তর্ক বিতর্ক।
তারপর ক্লান্ত আমি একদিন দেখলাম,
আমার জানলার গ্রীলে অপরাজিতা ফুলের নীলাভ,
সকালের সূর্যের সাথে কানে এলো কেউ ভৈরবী ধরেছে।
সঞ্চয়িতার পাতায় দেখলাম তোমার কথার প্রতিধ্বনি।
আমার কাঠ খোট্টা কাজের মাঝে সেই কথার আনাগোনা।
মাঝসমুদ্র পেরিয়ে ঢেউ তীরে এলো আমার আলিঙ্গনে,
যুক্তির পাহাড় ছাড়িয়ে প্রেম তখন দিগন্ত জুড়ায়ে।

