ভালোবাসো আমায়
ভালোবাসো আমায়
রাতের মতো নিরবতা
দেখে তুমি বোঝো কেন?
আমার জীবনের সব শুন্যতা,
শুধু তোমার জন্য।
মানে নিলাম হয় প্রিয়তমা তোমার
আর আমার কথা মনে পড়ে না দীর্ঘ শ্বাসে কিংবা ছোট আপসোসে,
তবুও একবার জন্য ফিরে এসো তুমি এ শুন্য আকাশে
ভালোবাসার জোছনা হয়ে।
তোমার মিষ্টি কথায় রাত বেয়ে,নদীর মতো, ভুলে যাবো মুহুর্তে সব ক্ষত।
আমার সব অনুভবে এখনো তোমার বসবাস।
তোমার স্মৃতি আঁকড়ে স্বপ্ন গুলো আজো ফেলে দীর্ঘশ্বাস।
আমার এই আঁধার রাতের লাবন্য
এখনো
শুধু তোমার জন্য,
আমি আজো তোমার অপেক্ষাতে থাকি সাদা জাগ্রত,
নক্ষত্রের মতো।
তোমাকে ভোলার চেষ্টা করে নি যদিও আমি কোন দিন।
তবে আমাকে আবার ভালোবাসা কি খুবই কঠিন??
