ভালোবাসার ক্যানভাস
ভালোবাসার ক্যানভাস


জানিস; অভিমান হয় আমার তোকে নিয়ে,
কেনো ; খুব ভালো যে বাসি,
জানিস, ইচ্ছে হয় তোকে জড়িয়ে বলতে;
প্রত্যেক জন্মে যেনো তোর হয়েই আসি,
ছিলো যে তোকে ছাড়া হৃদয় পৃথিবী ধূ ধূ মরুভূমি;
ফোটালি তাতে প্রেমের গোলাপ; খালি বলে এখন তুমি তুমি,
জানিনা আমি তোর জীবনে কি ; শাপ না আশীর্বাদ,
তুই কিন্তু চিরদিন আমার জীবনে; খোদার আশির্বাদ,
থাকতে চাই চিরকাল তোরই পাশে; তোর সাথেই; হয়ে তোর,
দেখবি শেষ নিশ্বাসের সময়ও ; বন্ধ হবে না মোর বাহুডোর।