STORYMIRROR

Atrayee Sarkar

Romance Tragedy

3  

Atrayee Sarkar

Romance Tragedy

ভালোবাসার বেদনা

ভালোবাসার বেদনা

2 mins
265

তোমার সাথে থাকব আমি চিরজীবন ধরে

এই ভাবনায় নিজেকে ভাসিয়েই দিয়েছিলাম

সবাইকে ছেড়ে তাই আমি তোমার হাত ধরলাম

নিজের মনটাকে আমি তোমায় দিয়ে দিলাম

আনন্দেতে রাখবে তুমি এটাই ছিল মনের ইচ্ছা

মুখে হাসি ফুটিয়ে রাখবে

হৃদয়ের মধ্যে ছিল গাঁথা

তোমার দেওয়া ভালোবাসায় আমি এতোই হারিয়ে গেছিলাম

যে তোমাকে ছাড়া মনটা আর কিছুই চাইত না

আনন্দেতে সেজে এলাম শারি গয়না পরে

তোমার হাতের ওপর হাত রাখলাম

সাতটা পাকেও ঘুরলাম

যখন তুমি আমার সিঁথিতে লাগিয়ে দিলে সিন্দুর

মনে হলো যেন পৃথিবীর সবকিছু আজ পেয়ে গেছি আমি

পরদিনই আমি সবাইকে ছেড়ে চলে গেলাম তোমার বাড়ি

শুধু ছিল একটা রাত্রি,,,,, যারে বলে কালরাত্রি তারপরই হোতাম, আমি তুমি এক

থাকতো না মাঝে অন্য কেউ আর

সেই রাতটা ছিল যেন খুবই এক অপয়া রাত

তোমার শুধু একটাই ভুল শুধরাতে পারিনি জীবনে

নেশা করা বন্ধ করাতে পারিনি

পরের দিন সকালে যখন আনন্দেতে মনটা আমার নাচছিল

তোমার ঘরের দরজা তখন বন্ধ শুনতে পেলাম

পাগলের মতন ছুটলাম যখন তোমার জন্য আমি

দেখলাম সবার চোখ দিয়ে বইছে কুলকুল করে জল

আমার মুখে না ছিল কোন বাক্য , না ছিল চোখে এক ফোঁটাও জল

যেন আমি একদমই পাথর হয়ে গেছিলাম

লাগছিল নিজেকে খুবই বেইমান ও অপয়া

কিছুতেই পারলাম না

তোমায় মদ আর সিগারেট থেকে বঞ্চিত করতে

সেই রাতে দরজা বন্ধ করে মদ আর সিগারেট খেয়ে

সিগারেটের গুমসানি আগুনে নিজেকে শেষ করে,,, আমায় ফেলে রেখে তুমি আজীবনের মতন চলে গেলে

আমার চেয়েও কি প্রিয় ছিল তোমার কাছে মদ আর সিগারেট?

আমি তখন একেবারেই পাথর হয়ে গেছিলাম

শাখা, সিন্দুর সবই আমার হারিয়ে গেল একদম

তুমি চলে গেছ বলে বহু আত্মীয়স্বজন ব্যথা দিয়ে আমায় কাঁদিয়েছিল

কিন্তু তারা একবারও বোঝেনি,,,, আমার মনে শুধু যন্ত্রণার ঝড় নয় কালবৈশাখী বইছে

আমাকে তুমি একলা ছেড়ে চলে গেলে

তুমি চলে গেলেও,,,,, আমি আর অন্য কাউকে মনের মাঝে নিঁতে পারবো না।



Rate this content
Log in

Similar bengali poem from Romance