STORYMIRROR

Saibal Ray

Abstract Tragedy Others

3  

Saibal Ray

Abstract Tragedy Others

ভালো থেকো

ভালো থেকো

1 min
748

ভালো আছ তোমরা? 

ভালো থেকো। 

গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে এতদিনে। 

আমার স্বপ্নভঙ্গের উৎসব পালিত হচ্ছে চতুর্দিকে। 

তবু আমি ভালো আছি। 

অনেক দিন কথা হয় না তোমাদের সাথে। 

আমার শৈশব, কৈশোর, যৌবনের সাথীরা

হারিয়ে গেছে একে একে। 

গুটি কয়েক তোমরা এখনো খোঁজ রাখো। 

ভালো আছ তোমরা? 

ভালো থেকো। 

এই মাঝ বয়সে আমার বলার মতো তেমন কিছু নেই। 

আমার জীবনে সফলতা বলে কিছু নেই। 

নিতান্তই ব্যর্থ, ভালোবাসার কাঙাল আমি। 

ভালোবাসার লোভে আমি বারবার ফিরে আসি। 

কিন্তু যতবারই ফিরি ততবারই আমি আরো একা হয়ে যাই। 

স্বপ্নের জাল বোনা বন্ধ হয়ে গেছে অনেকদিন। 

এখন চেষ্টা করি খড়কুটো আকড়ে বেঁচে থাকতে। 

এছাড়া আর কোন গতি নেই। 

শৈশবে ছিল সবুজ মাঠ। 

কৈশোরে ছিল স্বপ্ন। 

যৌবনে ছিল গড়বার ইচ্ছে। 

এখন আমি দিশেহারা, স্বপ্নছাড়া। 

আমি অনেক কিছু শিখেছিলাম এপর্যন্ত। 

কিন্তু অর্থচিন্তাটা ঠিক করায়ত্ত হয় নি। 

তাই আজ এই ভগ্নদশা। 

এ দশা কবে শুধরোবে জানি না। 

তবু চেষ্টা করি ভালো থাকতে। 

তোমরা ভালো আছ তো? 

ভালো থেকো।  

এই অগোছালো কথাগুলো ভাসিয়ে দিও গঙ্গায়। 

স্বপ্নের স্ফুলিঙ্গ নিভে গেছে অনেক দিন। 

এখন আমি নগরের এক পোকা। 

আলোর সমুদ্রে ভস্ম হবার অপেক্ষা। 

তোমরা ভালো আছ তো?

ভালো থেকো। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract