"ভালবাসি বলতে"
"ভালবাসি বলতে"


ভালবাসি বলতে অনেকটা সময় নিলি,,
বসেছিলাম চেয়ে তোর পথের বাঁকে,
সেই যে তুই কোথায় হারিয়ে গেলি,,,
ফিরেও দেখলি না ফেলে যাচ্ছিস যাকে!!
তোর তখন উঁচুতে ওঠার নেশা?,
মুখ ফুটে তো একবার ও বলিস নি!
তোর মনের গোপন ভাষা,,
আমি শুধু আমার মনের কথাই জানি,,
আজ তুই ফিরলি অনেক দিনের পরে,,
তোর মস্ত বড় গাড়ি চ'ড়ে!!
আমায় নিয়ে যাবি তোর সনে,
লাল শাড়ি আর লাল চেলিতে আমি যে---
আজ অন্য কারো কনে!!
ছলছল চোখে তুই ঠায় দাঁড়িয়ে ছিলি,
ভালবাসি বলতে যে অনেকটা সময় নিলি!!!!