একমুঠো মেঘ
একমুঠো মেঘ


একমুঠো মেঘ দিলাম, তোমায় দূর থেকে উড়িয়ে,
আমার মনের একরাশ, ভালবাসার পরাগ জড়িয়ে"---
তুমি বললে ,তোমার দেশ রুক্ষ্ম মরুভূমিময়,
ভাবলাম, আমার মেঘে যদি এতটুকু বৃষ্টি হয়!
তোমার শরীর বেয়ে, আমার মেঘের শ্রাবনধারা,
পরশে পরশে তুমি তখন হবেই পাগলপারা,
প্রতিটা বৃষ্টিফোঁটায়, তুমি অনুভব কোরো আমার স্পর্শানুভূতি,
দেহ মন সবটুকু উজারে, সিক্ত হয়ো এতটুকুই আকুতি!
বৃষ্টিশেষে যখন রামধনু দেখবে, জুড়ে আকাশখানা,
উড়ো চিঠি পাঠিয়েই দিয়ো, খুঁজে নিয়ে আমার ঠিকানা!