STORYMIRROR

Santoshee Banerjee Chatterjee

Romance Tragedy

3  

Santoshee Banerjee Chatterjee

Romance Tragedy

"ভালবাসার উপাখ্যান"

"ভালবাসার উপাখ্যান"

1 min
731

তোর দীপ্ত ওই দুই চোখ, ঢেকেছিস চশমার পুরু কাঁচে,

ভাগ্যিস!না হলে কি করে আসতাম কাছে, পুড়েই যেতাম ওই আঁচে,

নীল চেক শার্ট টা, ভালই মানায় সেটা তুইও জানিস,

স্বীকার না করলেও, আমার পছন্দের প্রশংসা মনে মনে করিস,

ঝোলা ব্যাগ কাঁধে,উদাস চেহারার বাউন্ডুলেটা--- 

ইউনিভার্সিটির সেরা হয়েও, চিরটা কাল রয়ে গেলি পাগলেটে,

কি দেখে পড়লি কে জানে,চিরফাঁকিবাজ আমার প্রেমে,

সামঞ্জস্য ছিল না বলেই, হয়ত রয়ে গেল তা সাজানো ফ্রেমে!

গবেষণায় নিবেদিত তুই ,আজ সেরা বিজ্ঞানী--

সরিয়ে নিয়েছি তাই নিজেকে আমি চিরঅভিমানী!

একবুক ভালবাসা নিয়েও, চিরতরে তোর থেকে সরলাম,

শতসহস্র অনুরাগীর মাঝে, তোকে রেখে দিয়ে গেলাম!


Rate this content
Log in

Similar bengali poem from Romance