বেরঙীন বসন্ত
বেরঙীন বসন্ত


আজ, বসন্ত উৎসব।।
প্রকৃতি-র প্রত্যেকটা আব্দার যেন আবীরের সাজে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে;
মানুষের মন-ও তাই, সেই সাজে লিপ্ত...
ঐ বাচ্চা-টিও হয়তো এটাই চেয়েছিল।
কিন্তু তার নিস্পাপ মন,এই বিষাক্ত সমাজের কাছে হার স্বীকার করেছে।
সে চেয়েছিল, ঐ মানুষ-টিকে রং মাখিয়ে পরনের ছেঁড়া অংশ-গুলো ঢেকে রাখতে,
কিন্তু এ সমাজ বাচ্চাটির ইচ্ছাকে প্রাধান্য দেয়নি,
হয়তো মানুষ-টি গরীব বলে....
সে চেয়েছিল, মানুষ-টিকে এই উৎসবের একটা অংশ করে তুলতে,
কিন্তু এ সমাজ বাচ্চাটিকে সেটা করতে দেয়নি,
হয়তো মানুষ-টি গরীব বলে....
সে চেয়েছিল, অতীত-কে ভুলিয়ে মানুষ-টিকে বাস্তবে ফিরিয়ে আনতে,
কিন্তু এ সমাজ তাকে অতীতেই রাখতে চায়,
হয়তো মানুষ-টি গরীব বলে....
বাচ্চা-টি যেটা করতে ব্যর্থ,
সমাজ-কে বদলে, আপনি পারবেন না সেটা করতে?
ও!
বলাই বাহুল্য, আপনি-ও তো সেই সমাজের-ই অংশ!!!