STORYMIRROR

Shankhadeep Baksi

Tragedy

4  

Shankhadeep Baksi

Tragedy

কঠিন দিবস

কঠিন দিবস

1 min
826

"HAPPY MOTHER'S DAY"।।।

প্রতিদিন মায়ের গায়ে হাত তোলা ছেলেটিও মনে করে আজ,' MOTHER'S DAY'।

মায়ের অনুপস্থিতিতেই একমাত্র ছেলে উদযাপন করছে আজকের দিনটা।

কিন্তু, সেই মানুষটি চোখে জল নিয়ে বৃদ্ধাশ্রমে বসে বাড়ি ফেরার দিন গুনছেন, জানেন সবই বৃথা,

তবুও......


মায়ের নিঃশ্বাস আরো কয়েকদিন অনুভব করার জন্য প্রতিদিনের রোজগারের টাকা মায়ের জন্য সে দিয়ে দিচ্ছে;

তার দুবেলা খাওয়া হয়তো রোজ হচ্ছে না,

না হোক,মা তো তার কাছে থাকবে।

সে হয়তো জানে না,আজ MOTHER'S DAY,

তার জানার দরকার-ও পড়ে না।

কারণ, মা কাছে থাকলে, মায়ের স্পর্শ-ই প্রতিদিন বলবে, 'HAPPY MOTHER'S DAY'।।।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy