বাউল মন
বাউল মন
বাউল মনের বিদ্রোহী গান
খুব শোনা যায়,
সুর তুলে আবেগ ভরে
তার গেয়ে যায়।
কত রুপের পসরা সাজিয়ে
গেয়ে যায় আনমনে,
হলুদ কমলা পোশাক পড়ে
কেনযে তারাই জানে!
কত কষ্টের ওষ্টাগত
ভাষা ভরা কন্ঠ,
গেয়ে উঠে একতারা বাজিয়ে
আকুলে আকন্ঠ।
মনের সুখ দুখ সবিযে
প্রকাশ পায় ও গানে,
প্রকৃতি আমেজে ভরে
উঠেযে শুনে তারা জানে।
বাউল মন বাস্তবতার সুর তুলে
যায় সেজে,
মিলিয়ে যায় অনেক জীবন গল্প
ঘন্টা ধ্বনি বেজে।
