বাজি পোড়ানোর দিন
বাজি পোড়ানোর দিন
বাজি পোড়ানোর দিন
চন্দন চ্যাটার্জি
আকাশে ছোটে রকেট,
না হয় মাটিতে কালি পটকা
এল আজ বাজি পোড়ানোর দিন,
কখন আবার দোদমা,
না হয় বুড়িমা
এল আজ বাজি পোড়ানোর দিন
রঙ মশালের রং দেখে
মন ভরে যায়,
ইলেক্ট্রিক তারের আলোয়
বেজায় মন মাতায়,
তখনই মনে হয়
এল আজ বাজি পোড়ানোর দিন
এতো সবের মধ্যে এল মা শক্তি
করব তার আরাধনা নিয়ে মনে ভক্তি ।
স মা প্ত
