STORYMIRROR

Chandan Chattopadhyay

Abstract Romance Others

3  

Chandan Chattopadhyay

Abstract Romance Others

প্রেরণা

প্রেরণা

1 min
186

তুমিই আমার প্রেরণা 

তুমিই আমার প্রতিশ্রুতি,

 তোমাতেই আমার আশা-ভরসা

 তোমাকে নিয়েই খুশি । 

 

তুমি থাকো আমার অন্তরে

 বাহিরে হাজারো আনাগোনা ,

তোমাতেই আমি তৃপ্ত তাই

 নেই অন্যতে বাসনা । 

 

আমার লেখা আমার আঁকা 

আমার সর্বকাজে,

 স্মরণে তুমি, মননে তুমি,

 থাকো সর্বসমক্ষে । 

 

তোমার দুঃখে বিগলিত আমি

 তোমার খুশিতে আনন্দিত,

 তোমার ক্রোধে রুষ্ট আমি

 তোমার দোষে দুষ্ট । 

 

তোমার চোখে বিশ্ব দেখি

 তোমার হৃদয়ে স্বর্গ,

 তোমার বন্ধনে আবদ্ধ আমি

 তোমাতেই আমি সম্পূর্ণ । 

 

সকাল আমার শুরু হয়

 তোমার হাতের চায়ে,

 শেষ রাত্রিতে দেখতে চাই

 তোমার মৃদু হাসি । 

 

তোমার কথা তোমার গান

 তোমার খুশি আনন্দ

 তোমাকে দেখেই কাটে দিন 

তোমাকেই আমার পছন্দ । 

 

তোমার প্রেম তোমার রোমান্স 

তোমার ভালোবাসা,

 তোমাকে নিয়ে বাঁধব ঘর 

এটাই আমার আশা । 

 

 তোমার চোখে সাগর দেখি 

 তোমার কেশে মেঘ

 তোমার বচন মধুর বাণী

মিটে যায় আমার সকল খেদ ।

 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract