STORYMIRROR

Chandan Chattopadhyay

Abstract Drama Others

3  

Chandan Chattopadhyay

Abstract Drama Others

ফাগুনের বসন্ত

ফাগুনের বসন্ত

1 min
139

উত্তরের ঠান্ডা বাতাস  শেষ

শীতের বুড়ী ফিরে গেছে সুমেরুতে

 দক্ষিণের বাতাসে জানিয়ে যায়

শীত সমাপন,  বসন্ত দুয়ারে আগত । 

 

 কৃষ্ণচূড়ার ফুলগুলি 

দেখলে মন হয় আনমনা,

পলাশের লাল ফুল 

ভালোবাসায় ভরিয়ে দেয় । 

 

  দোলের লাল আবীর আজও 

লেগে আছে হাতে, মুখে ও মনে,

 

জীবনের  অনেকগুলি  বসন্ত পার 

করে  আজ উপনীত জীবন সায়াহ্নে, 

বন্ধুরা কেহ গেছে  ওপারে 

কেহ বা পা বাড়িয়ে আছে , 

যাবার জন্য ডাক এখনো আসে নী । 

 

বর্তমান সমাজ  হোলি খেলে

মোবাইলে মেসেজের মাধ্যমে ,

নানা রঙের ছটা আছে তাতে,

কিন্তু হৃদয়ে লাগে না সে রঙ ।

লাল আবীর বড়দের পায়ে

 দিয়ে  প্রণাম করা এখন অতীত ।

 

এখন শুধু নাচ-গান হৈ-হুল্লোড়

  তাতে না আছে ধৈর্য, 

না আছে শালীনতা,

 না আছে রুচি বোধের পরিচয় ।

আছে শুধু উন্মত্ত যৌবন 

নগ্ন আলিঙ্গনের প্রকাশ । 

 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract