বাজেট
বাজেট
মঞ্চে উঠে বড় বড় দিচ্ছে ভাষণ
বড় নেতার বড় চামচা,
বাজেট এসে যাবেই ভেসে
দুঃখ, কষ্ট, জ্বালা ও সব সমস্যা ।
এখন বাজার হাটে কিনিনা পণ্য
ভুলে গিয়ে লজ্জা শরম,
বাজেটের পরে আর ব্যাগ ভরে না
ঘরেতে গৃহিনী হয় গরম।
বাজেট এলে শুধু বেড়েই চলে
নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য
সংসারে সর্বদা কষ্ট লেগেই থাকে
হয় না কখন সুখের সাথে সখ্য
বাজেটের আগে নেতা শাসায় মুখে
তার নানা কথার ফুলঝুড়ি,
বলে বাজেট এলে দেবে সামাল
মূল্যবৃদ্ধিকে মেরে এক তুড়ি।
প্রতি বছর বাজেটে বেড়েই চলে
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম।
সাধারণের জীবনে কষ্ট লেগেই থাকে
কারণ সমস্যার সমাধানের আন্তরিকতা কম।