বাবা
বাবা


বাবা মানে ভুল করলে
একটু শাসন বারণ,
বাবা মানে জেদ ধরলে
স্বপ্ন পূরণের কারণ।
বাবা মানে আমার জন্য
মাছের বড় অংশ,
বাবা মানে আমার খুশি বড়,
হোক বাকি সব ধ্বংস।
বাবা মানে ছোট্ট বেলায়
হাটি হাটি পা পা,
বাবা মানে পাড়ার ছেলের
আছে, আমার ও লাগবে তা।
বাবা মানে রোদে পুরে
আমার ঘরে এসির ঠান্ডা হাওয়া,
বাবা মানে হেরে গেলে
নতুন করে অনুপ্রেরণা পাওয়া।
বাবা মানে আমার জন্য
সব করবে ত্যাগ,
বাবা মানে এই নে খোকা
তোর নতুন বাইক দেখ।
বাবা মানে যাসনে খোকা
এতো রাতে বাইরে,
বাবা মানে সবার আগে
বিপদে যাকে পাইরে।
বাবা মানে দুনিয়া আমার
সে আলাদিনের দৈত্য,
বাবা মানে পূরণ হবে
সব হোক কঠিন কি শক্ত।
বাবা মানে আমার ইচ্ছা
তার পরিশ্রম,
বাবা মানে সুখের চাবি
ঠিকানা নয় বৃদ্ধাশ্রম।